1. admin@sundarbanss.edu.bd : sundarbanss :

স্কাউট

স্কাউটিং-এর মূল লক্ষ্য হচ্ছে শিশু, কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার, সমাজ দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলা।

কাব ও স্কাউটিং হল একটি সামাজিক আন্দোলন যার প্রধান উদ্দেশ্য আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান করা। স্কাউটিং এর মাধ্যমে একজন ছেলে বা মেয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠার প্রয়াস লাভ করে। স্কাউটিং এর মধ্যে লুকিয়ে থাকে অপার আনন্দ যার স্বাদ নিতে হলে যোগদান করতে হবে এই আন্দোলনে। ১৯০৭ সালে স্যার রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল সংক্ষেপে বি.পি এই আন্দোলনের শুরু করেন। আসুন জেনে নিই বাংলাদেশের স্কাউটিং মুভমেন্ট কিভাবে পরিচালিত হয়।

বাংলাদেশ স্কাউট আন্দোলন প্রধানত তিনটি শাখায় বিভক্ত। যথা:

  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ থেকে ১০+ বয়সী শিশুদের কাব স্কাউট,
  • স্কুল ও মাদ্রাসার ১১ থেকে ১৬+ বয়সী বালক-বালিকাদের স্কাউট এবং
  • কলেজ বিশ্ববিদ্যলয়ের ১৭-২৫ বয়সী যুবক রোভার স্কাউট বলে।
কাব ও স্কাউট আন্দোলনের মূলনীতি:
স্কাউট আন্দোলন নিম্নবর্ণিত তিনটি মূলনীতির উপর প্রতিষ্ঠিত (প্রতিজ্ঞা ও আইনের সফল বাস্তবায়নের মাধ্যমে):
১। স্রষ্টার প্রতি কর্তব্য পালন (আধ্যাত্মিক দিক)।
২। নিজের প্রতি কর্তব্য পালন (ব্যক্তিগত দিক)।
৩। অপরের প্রতি কর্তব্য পালন (সামাজিক দিক)।
স্কাউট পদ্ধতি:
স্কাউট পদ্ধতি একটি ধারাবাহিক স্ব-শিক্ষামূলক প্রক্রিয়া, যার উপাদান গুলো হচ্ছেঃ
১। প্রতিজ্ঞা ও আইনের চর্চা এবং তার প্রতিফলন।
২। হাতে-কলমে শিক্ষা
৩। ছোট ছোট দলের সদস্য হিসেবে কাজ করা (যেমন- ষষ্ঠক/উপদল পদ্ধতি)
৪। ক্রমোন্নতিশীল ও উদ্দীপনামূলক বিভিন্ন কার্যক্রম (ব্যাজ পদ্ধতি)
৫। বয়স্ক নেতার সহায়তা
৬। প্রকৃতি পর্যবেক্ষণ
৭। প্রতিকী কাঠামো
কাব প্রতিজ্ঞা: 
আমি প্রতিজ্ঞা করছি যে,
‘‘আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
প্রতিদিন কারো না কারো উপকার করতে
কাব স্কাউট আইন মেনে চলতে
আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।’’
(অন্য ধর্মালম্বীগণ ‘‘আল্লাহ’’ শব্দের পরিবর্তে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস মতে সৃষ্টিকর্তার নাম উচ্চারণ করতে পারে)
কাব স্কাউট আইন:
১. বড়দের কথা মেনে চলা।
২. নিজেদের খেয়ালে কিছু না করা।
স্কাউট প্রতিজ্ঞা: 
আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে,
‘‘আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
সর্বদা অপরকে সাহায্য করতে
স্কাউট আইন মেনে চলতে
আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।’’
(অন্য ধর্মালম্বীগণ ‘‘আল্লাহ’’ শব্দের পরিবর্তে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস মতে সৃষ্টিকর্তার নাম উচ্চারণ করতে পারে।)
স্কাউট আইন:
১. স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী
২. স্কাউট সকলের বন্ধু
৩. স্কাউট বিনয়ী ও অনুগত
৪. স্কাউট জীবের প্রতি সদয়
৫. স্কাউট সদা প্রফুল্ল
৬. স্কাউট মিতব্যয়ী
৭. স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল।
(মনে রাখার সুবিধার্থে- বিশ্বাসী, বন্ধু, বিনয়ী, সদয়, প্রফুল্ল, মিতব্যয়ী, নির্মল রয়।)
স্কাউটদের মটো:
‘‘সেবার জন্য সদা প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করা।’’ সুষ্ঠু পরিচালনার জন্য স্কাউট মটো- কাব, স্কাউট ও রোভারদের মধ্যে নিম্নভাবে ভাগ করা হয়েছে
কাব মটো ‘‘যথাসাধ্য চেষ্টা করা’’
স্কাউট মটো ‘‘সদা প্রস্তুত’’
রোভার মটো ‘‘সেবা’’
এই মটোকে সামনে রেখে কাব, স্কাউট, ও রোভাররা তাদের বয়স বাড়ার সাথে সাথে নিজেদের জীবনকে গড়ে তোলার চেষ্টা করে।

সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের রয়েছে নিজস্ব স্কাউট দল।

 

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © সুন্দরবন মাধ্যমিক স্কুল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Skylark It Ltd