উন্নত ও সমৃদ্ধ জাতি তৈরিতে খেলাধুলা ও ক্রীড়া কার্যক্রম বাড়ানোর কোন বিকল্প নেই। খেলাধুলা শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ করেনা, মানুষের চিত্তকেও আনন্দিত করে, সুপ্ত প্রতিভা বিকশিত করে এবং প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করে ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করে। কোন কোন ক্ষেত্রে এমন সব প্রতিভার সন্ধান পাওয়া যায় যারা দেশ ও জাতির জন্য সম্মান বয়ে আনে। নিয়মিত আন্ত:বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়।
